প্রকাশিত: Mon, Dec 5, 2022 2:40 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:41 AM

বিশ্বকাপ জিততেই কাতারে এসেছি: এমবাপ্পে

এ্যানি আক্তার: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে বড় ভ‚মিকা ছিল কিলিয়ান এমবাপ্পের। ৪ গোল করে রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ফরাসি স্ট্রাইকার। কাতার বিশ্বকাপেও শিরোপা জয়ের অন্যতম ফেবারিট ফ্রান্স। এমবাপ্পেও এই বিশ্বকাপে এসেছেন দারুণ ছন্দ নিয়ে। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফুটবল মহলে বলাবলি হচ্ছিল এ বিশ্বকাপটাও কি এমবাপ্পের হবে? তারা থেকে এবার তিনি হবেন মহাতারা?

বিশ্বকাপের আগে খুব বেশি কথা এমবাপ্পে সংবাদমাধ্যমে বলেননি। বিশ্বকাপে ফ্রান্সের সম্ভাবনা বা নিজের লক্ষ্য বা স্বপ্ন নিয়ে চুপ করেই ছিলেন পিএসজির তারকা। মাঠের বাইরে চুপ করে থাকলেও মাঠে ঠিকই কথা বলেছে তাঁর পা! কাল শেষ ষোলোতে পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারাতে জোড়া গোল করেছেন এমবাপ্পে। সব মিলিয়ে ৫ গোল নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে তিনি।

শুধু গোল করাই নয়, সতীর্থদের গোলে অবদানও রাখছেন এমবাপ্পে। নিজের বিশ্বকাপ-স্বপ্ন নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘এই বিশ্বকাপটা আমার ধ্যানজ্ঞান। আমি এটাতে আবিষ্ট হয়ে আছি। বিশ্বকাপটা জেতার জন্য আমি নিজেকে শারীরিক ও মানসিক দিক থেকে পুরোপুরি প্রস্তুত করেই এখানে এসেছি।’ সম্পাদনা: খালিদ আহমেদ